মিয়ানমারে সেনা হেলিকপ্টার ভূপাতিতের দাবি বিদ্রোহীদের

| বুধবার , ৫ মে, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান-পরবর্তী টালমাটাল পরিস্থিতিতে বাড়ছে সহিংসতা। জাতিগত বিদ্রোহী এবং জান্তা-বিরোধীদের রোষে পড়ছে সামরিক বাহিনী। এরই লক্ষণ স্পষ্ট হয়েছে বিদ্রোহীদের হাতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়া এবং ছুরিকাঘাতে এক জান্তাপন্থি কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায়। মিয়ানমারের অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) সোমবার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। সেনাবাহিনীর বিমান হামলার পাল্টা জবাব দিতে তারা গুলি চালায় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান কেআইএ-র একজন কর্মকর্তা। খবর বিডিনিউজের।
অন্যদিকে, স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম মিয়ানমারের বাণিজ্য নগরী ইয়াংগনে জান্তাপন্থি স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার খবর দিয়েছে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে দেশজুড়ে জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভে এখন পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ৭৬৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে। মিয়ানমারের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দলগুলো একজোট হয়ে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। বিভিন্ন শহর ও শহরতলীতে সামরিক বাহিনীর সঙ্গে তাদের লড়াই-সংঘাত বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধবিশেষ ব্যবস্থায় ফিরতে হবে সাকিব-মোস্তাফিজকে
পরবর্তী নিবন্ধমেক্সিকোতে রেল ওভারপাস ধসে নিহত ২৩