মিমি সুপার মার্কেটে বেশি দামে কাপড় বিক্রি

জেলা প্রশাসনের অভিযানে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ৭:২৩ অপরাহ্ণ

অধিক দামে পণ্য বিক্রি করা এবং অননুমোদিত বিদেশী প্রসাধনী বিক্রি করার দায়ে মিমি সুপার মার্কেটের ৪টি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভাড়ার তালিকা প্রদর্শন না করার দায়ে দামপাড়ার সোহাগ পরিবহন ও শ্যামলী এন আর ট্রাভেলসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়। পৃথক দুটি অভিযানের নেতৃত্বেই ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় জরিমানার পাশাপাশি বাস কাউন্টার গুলোকে ভাড়ার তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত মূল্যে যাত্রী পরিবহনের জন্য নির্দেশ প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডিভাইন ইনটিমেটসের কারখানা পরিদর্শন সিআইইউর শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধদুই পক্ষের আকস্মিক উত্তেজনায় ছুরিকাঘাতে কিশোর ফাহিমকে খুন