ড্রামভর্তি ১ হাজার ২৭ লিটার সয়াবিন তেল চুরির ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ

পাঁচলাইশে দুই দোকান থেকে ড্রামভর্তি ১ হাজার ২৭ লিটার সয়াবিন তেল চুরির ঘটনায় মো. ফারুক প্রকাশ সুজন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরীর মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে গ্রেপ্তারের বিষয়টি জানান পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা।

ওসি পাঁচলাইশ জানান, গত ১৫ মে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকার হাসেম বাজারের খাজা ট্রেডার্সের দোকানের সামনে থেকে ৩টি ড্রাম ভর্তি ৬১২ লিটার সয়াবিন সুপার তেল চুরি হয়। অন্যদিকে একই দিনে ২নং গেট রেল লাইনের পাশে শাহজাহান স্টোর নামে দোকানের সামনে থেকে ৩টি ড্রাম ভর্তি ৪১৫ লিটার সয়াবিন সুপার তেল চুরির অভিযোগ আসে থানায়। দুই ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরীর মোহরা এলাকায় অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে ২টি মামলার চুরি হওয়া ৩৭২ লিটার সয়াবিন সুপার তেল, ৬টি ড্রাম, চুরির ঘটনায় ব্যবহৃত ২টি পিকআপ, ২টি রিকশাভ্যান উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে জোয়ারের পানিতে ভেসে এলো নারীর মরদেহ
পরবর্তী নিবন্ধনির্বাচনের দিন কেইপিজেড বন্ধের সিদ্ধান্ত এখনো হয়নি