গৃহহীন মানুষের গৃহনির্মাণে নিষ্ঠার নির্মাণ সামগ্রী হস্তান্তর

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফটিকছড়ি ধর্মপুর গ্রামের বাসিন্দা এয়ার মোহাম্মদকে ঘর নির্মাণের জন্য প্রায় ৪০ হাজার টাকা মূল্যের নির্মাণ সামগ্রী হস্তান্তর করা হয়। নিষ্ঠার আজীবন সদস্য আফাজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে গতকাল রোববার উক্ত নির্মাণ সামগ্রী এয়ার মোহাম্মদের ছেলে মুহাম্মদ ইব্রাহিমের নিকট হস্তান্তর করা হয়। এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন মুহাম্মদ সাইফুল্লাহ, মুহাম্মদ ইলিয়াস মাস্টার ও নান্না মিয়া। নির্মাণ সামগ্রী হস্তান্তরকালে এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমেরিকা প্রবাসী নিষ্ঠার আজীবন সদস্য ফায়সাল নেওয়াজের আর্থিক সহায়তায় নিষ্ঠার উক্ত সেবা কার্যক্রম সম্পন্ন হয়। নিষ্ঠার জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইন অনুদান দাতাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসার্ভার জটিলতা, ১৫ ঘণ্টা পর শুরু হল একাদশে ভর্তির আবেদন
পরবর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লব বোয়ালখালী উপজেলা শাখার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা