ডিভাইন ইনটিমেটসের কারখানা পরিদর্শন সিআইইউর শিক্ষার্থীদের

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ৫:৪৪ অপরাহ্ণ

আধুনিক বিশ্বকে নেতৃত্ব দিতে চাই নিত্য-নতুন অভিজ্ঞতা। আর তাই তো বর্তমান সময়ের মেধাবী শিক্ষার্থীরা মনোযোগী হচ্ছেন ব্যবহারিক শিক্ষায়।

পাঠ্যবই আর ক্লাসরুমের বাইরে কর্মমুখী অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে চট্টগ্রামের কর্ণফুলীস্থ ডিভাইন ইনটিমেটস লিমিটেড এর কার্যক্রম সরজমিনে ঘুরে দেখলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) মানবসম্পদ বিভাগের শিক্ষার্থীরা।

সম্প্রতি কর্ণফুলী থানার খোয়াজ নগর এলাকার আজিম পাড়ায় অবস্থিত ফোর এইচ গ্রুপের এই সহযোগী প্রতিষ্ঠানটি পরিদর্শনে যান সিআইইউর এইচআরএম-৪১১ কোর্সের আওতাধীন শিক্ষার্থীরা। এই সময় তারা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর বিজনেস স্কুলের প্রভাষক এবং ক্লাবের ফ্যাকাল্টি-ইন-চার্জ আশিকুল মাহমুদ ইরফান, ফোরএইচ গ্রুপের সহকারী ম্যানেজার (প্রশাসন এবং মানবসম্পদ) আশরাফ উদ্দিন প্রমুখ।

ক্লাবের ফ্যাকাল্টি-ইন-চার্জ প্রভাষক আশিকুল মাহমুদ ইরফান বলেন, “গতানুগতিক শিক্ষাকার্যক্রমে ছাত্র-ছাত্রীরা বাইরের কর্মমুখী অভিজ্ঞতার সুযোগ পায় না বললে চলে। এই ধরণের কর্মসূচি তাদেরকে স্বনির্ভর করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার বিষয়েও আত্মবিশ্বাসী করে গড়ে তোলে।”

তানভীর সাঈদ মঈন নামের একজন শিক্ষার্থী বলেন, “কারখানা পরিদর্শন করে পুরো উৎপাদন প্রক্রিয়ার বিষয়ে চমৎকার ধারণা পেয়েছি। সত্যি কথা কী, নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য এমন পরিদর্শন কার্যক্রমের বিকল্প নেই।”

একই রকম অভিমত ব্যক্ত করে অভয় দাশ নামের আরেক শিক্ষার্থী বলেন, “ব্যবহারিক জ্ঞান অর্জনের পর পাঠ্যবইয়ের পড়া অনেকখানি সহজ হয়ে গেল। কর্মজীবনে হয়তো এই ধরনের অভিজ্ঞতা আমাকে সবার চেয়ে একধাপ এগিয়ে রাখবে-এমনটা মনে করি।”

পূর্ববর্তী নিবন্ধ৩৯ নং ওয়ার্ড যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমিমি সুপার মার্কেটে বেশি দামে কাপড় বিক্রি