মিতু হত্যা মামলায় ভোলার জামিন

| বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় এহতেশামুল হক ভোলাকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়। আদালতে ভোলার পক্ষে আইনজীবী ছিলেন মুহাম্মদ হাসিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। তিনি বলেন, জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে তাকে আত্মসমর্পণ করতে হবে। খবর বিডিনিউজের। ২০১৬ সালের ৫ জুন ভোরে নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মিতু।

পূর্ববর্তী নিবন্ধঅতি দ্রুত দেশে টিকা তৈরির প্রস্তুতি চলছে : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধকলেজছাত্রীকে অপহরণ চেষ্টা গ্রেপ্তার ৪