উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী

| বুধবার , ২২ মে, ২০২৪ at ৯:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী দ্য হোন পেনি ওং। বুধবার (২২ মে) সকাল দশটার সময় উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট আসেন। এসময় ওয়াচ টাওয়ার হতে ক্যাম্পের দৃশ্য অবলোকন করেন।

এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কতৃর্ক পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে স্বেচ্ছাসেবকরা মিয়ানমারের রোহিঙ্গাদের কৃষ্টি কালচার তুলে ধরেন।

রোহিঙ্গাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও তৈজসপত্র ঘুরে দেখেন। পরে রোহিঙ্গা কন্ঠ শিল্পীদের পরিবেশিত রোহিঙ্গা সঙ্গীত (তারানা) উপভোগ করতে দেখা যায়।

এছাড়া হেলথ পোস্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় উপস্থিত কয়েক শিশু ও আগত রোহিঙ্গা রোগীরদের সাথে কথা বলেন। দুপুর ১টার দিকে উখিয়ার নয় নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মুক্তি এনজিও সংস্থার পরিচালনাধীন নারী বান্ধব কেন্দ্র পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হা’মলার অভিযোগ
পরবর্তী নিবন্ধগ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের মেজবান আয়োজন ও নববর্ষ উদযাপন