আনোয়ারা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হা’মলার অভিযোগ

| বুধবার , ২২ মে, ২০২৪ at ৯:৪৪ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মরিয়ম বেগমের গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ সময় তিনি তার নির্বাচনী প্রচারনার গাড়ির গ্লাস ভেঙ্গে দেয় বলে দাবি করেন অপর মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পারভিন আকতারের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাতে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মরিয়ম বেগম আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারা থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মরিয়ম বেগম বলেন, রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ৯ নম্বর ওয়ার্ড এলাকায় আমার গাড়িতে ভাঙচুর করে আমার সমর্থকদের ব্যানার পোস্টার লাগাতে বাধা প্রদান করে লোহার রড দিয়ে ৭/৮ জন যুবক গাড়ির গ্লাস ভাংচুর করে আমার প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান পদপার্থী পারভীন আক্তার।

আমি হামলার বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ পত্র দিয়েছি।

তবে এমন অভিযোগ মিথ্যা দাবি করে পারভিন আকতার ভাইস চেয়ারম্যান পদপার্থী (কলস) বলেন, আমি অসুস্থ প্রতিযোগিতা পছন্দ করিনা ঘটনার সাথে আমি জড়িত নই যেহেতু আমার এলাকায় ঘটনাটি ঘটেছে সেজন্য আমি দুঃখপ্রকাশ করছি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ, বলেন গাড়ি ভাংচুরের অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সং ঘ র্ষে আহত ৭
পরবর্তী নিবন্ধউখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী