বাঁশখালীতে ৫ ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২২ মে, ২০২৪ at ২:৪৪ অপরাহ্ণ

বাঁশখালীতে পুকুরে ডুবে রোমাইসা জান্নাত নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ছনুয়া মধুখালী ইসহাক মুন্সির বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু রোমাইসা ওই এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের কন্যা। তিনি ওএসএল ফার্মা লিমিটেডের মেডিক্যাল প্রমোশন অফিসার।

অপরদিকে ৫ ঘণ্টা পর বেলা ১ টার দিকে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে আবির নামে দুই বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়। পৌরসভার উত্তর জলদী ৪ নং ওয়ার্ডের নেয়াজর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া আবির জলদী পৌরসভা এলাকার সিএনজি চালক আবু হামিদের পুত্র।

মারা যাওয়া আবিরের চাচা বলেন, বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে আবির পুকুর পড়ে যায়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির ভিতর থেকে ডুবডুবির শব্দ আসলে আমরা তাকে পানির নিচ থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে গাঁজা বি‌ক্রি করার সময় আটক ২ যুবক
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বিজিপির সদস্য