অতি দ্রুত দেশে টিকা তৈরির প্রস্তুতি চলছে : স্বাস্থ্যমন্ত্রী

সংসদে বিরোধী দলের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

| বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে খুব দ্রুতই করোনাভাইরাসের টিকা তৈরির লক্ষ্যে প্রস্তুতির কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এখন পর্যন্ত মোট ১৬ কোটি ডোজ টিকার অর্ডার দেওয়া হয়েছে জানিয়ে গতকাল বুধবার তিনি সংসদ অধিবেশনে বলেন, আমরা শুধু ভ্যাকসিন আনছি না, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব দেশে করোনার ভ্যাকসিন তৈরি করা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অতি দ্রুত দেশে ভ্যাকসিন তৈরি করা হবে।
বিরোধী দলের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী : চিকিৎসক, চিকিৎসা সেবা ও বেসরকারি হাসপাতালের সেবা নিয়ে সংসদে কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টি, বিএনপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনটি খসড়া আইন পাসের প্রক্রিয়ার সময় বিভিন্ন প্রস্তাব দিতে দাঁড়িয়ে তারা স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনায় মুখর হন। চিকিৎসকরা কেন রাজনীতি করবে- সেই প্রশ্নও উঠে আসে তাদের বক্তব্যে। প্রশ্ন উঠেছে সরকারি চাকরিতে থাকা চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়েও। চিকিৎসার বিল দিতে না পারায় বেসরকরি হাসপাতালগুলো রোগী আটকে রাখে বলেও তারা অভিযোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ
পরবর্তী নিবন্ধমিতু হত্যা মামলায় ভোলার জামিন