কলেজছাত্রীকে অপহরণ চেষ্টা গ্রেপ্তার ৪

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি সরকারি হাজি এম এ কালাম ডিগ্রি কলেজের এক ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৬ জনকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত ৪ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তারা হল কচ্ছপিয়ার নতুন মিয়াজি পাড়ার হাজি গফুরের ছেলে তামিম (১৯), ইসমাইলের ছেলে রিপন (২০), খুরশেদের ছেলে মো. নবী (১৮) ও মৌলভীকাটার শামূল আলম (২১)। মামলার এজাহার
সূত্রে জানা যায়, মঙ্গলবার কলেজ ছুটির পর টমটম যোগে বাড়ি ফিরছিল নাইক্ষ্যংছড়ি সদরের পূর্ববিছামার নুরুল হাকিমের ইন্টারমিডিয়েট পড়ুয়া কন্যা তাসনিম আক্তার। এ সময় পার্শ্ববর্তী কচ্ছপিয়ার নতুন মিয়াজি পাড়ার হাজি আবদুল গফুর মিয়াজির ছেলে তামিম মিয়াজির নেতৃত্বে ৩/৪ জন যুবক অপর একটি টমটমে করে তাকে তাড়া করছিল। পরে স্থানীয়দের সহায়তায় ছাত্রীটি নিজ গ্রামের কাছাকাছি পৌঁছে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, থানায় আটক ৪ জনসহ আরো ১০/১২ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধমিতু হত্যা মামলায় ভোলার জামিন
পরবর্তী নিবন্ধ১১ বিদ্রোহী প্রার্থীসহ ১৩ আ. লীগ নেতা বহিষ্কার