মা ও শিশু হাসপাতালে স্মাইলের করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ১২:১৮ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন স্মাইল বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করেছেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক।

অনুষ্টানে অতিথিরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে চলেছে চারদিকে। এই ভাইরাস প্রতিরোধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে। জনসাধারণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া মহামারী প্রতিরোধ করা সম্ভব না। বাইরে বের হলে নিয়মিত মাস্ক পরতে হবে। বক্তারা বলেন, বার বার হাত ধোয়া কিংবা স্যানিটাইজ করার ব্যাপারে উৎসাহিত করতে স্মাইল বাংলাদেশের এই বুথ স্থাপন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ পরিচালক (প্রশাসন) মোশারফ হোসেন, উপ পরিচালক (প্রশাসন) ডা. এ কে এম আশরাফুল করিম, আজীবন সদস্য ও সংগঠক লায়ন মাহমুদুর রহমান শাওন, আজীবন সদস্য ফজলুল করিম মুন্না, জাহিদ তানছির, লায়ন এম এ জলিল, স্মাইল বাংলাদেশের পরিচালক নজরুল ইসলাম জয়সহ সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধইউরোপ যেতে পারবেন না সেরামের কোভিশিল্ড গ্রহণকারীরা
পরবর্তী নিবন্ধকমিউনিটির স্বার্থ সংরক্ষণে কাজ করছে ওমানের বাংলাদেশ সোশ্যাল ক্লাব