মায়ের ঈদ

দিপংকর দাশ | বুধবার , ৬ জুলাই, ২০২২ at ১১:০০ পূর্বাহ্ণ

ঈদ এলে হয় কত্ত মজা
কত্ত খাবার আয়োজন
কত্ত জায়গায় ঘুরাঘুরি
মনে খুশির আলোড়ন।

মায়ের মনও বড্ড খুশি
কিন্তু ব্যস্ত সারাক্ষণ
রান্না করা ঘর সাজানো
মাকেই ডাকে সর্বজন।

মা কী তবে রোবট? দেখো
একটুও নেই অবসরে
সকাল থেকে রাত্রি অব্দি
এ কাজ ও কাজ সব করে।

ঈদ এলে তাই মায়ের কাজে
একটু আমি লাগাই হাত
মায়ের মুখের হাসি দেখে
ভুলে যাই সব কষ্ট ঘাত।

পূর্ববর্তী নিবন্ধঈদে বাজুক মানবতার গান
পরবর্তী নিবন্ধঈদের আমেজ