মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ফিরোজের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৬:৩৫ পূর্বাহ্ণ

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের কয়েকশ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির পরিচালক এ এস এম ফিরোজ আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক আশরাফুন নাহারকে প্রধান করে দুই সদস্যের এই অনুসন্ধান দলে কমিশনের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজকে সদস্য করা হয়েছে। বুধবার কমিশন থেকে এই অভিযোগ অনুসন্ধানে দুই কর্মকর্তা নিয়োগ করা হয়। গতকাল বৃহস্পতিবার কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের।
ফিরোজ আলমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দুদকের একজন কর্মকর্তা বলেন, ‘ফিরোজ আলম ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রিমিয়ার লিজিংয়ের অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ব্যাংকটির শত শত কোটি টাকা ঋণ বিতরণ দেখিয়ে তা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জন ও তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফিরোজ আলম বলেন, ‘২০১৪ সালের পর থেকে প্রিমিয়ার লিজিংয়ে আমি নেই। ওখান থেকে টাকা সরানোর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। কয়েকজন আমার বিরুদ্ধে লেগেছে। তারা দুদকে আমার বিরুদ্ধে একটি অভিযোগ করেছে। আর আমার পরিবার থাকে জাপানে। আমিও সেখানে থাকি। জাপান থেকে টাকা এনে আমি ব্যাংকে দিয়েছি। ব্যাংক থেকে ঋণ বিতরণ দেখিয়ে অর্থ আত্মসাতের কোনো ঘটনা নেই।’

পূর্ববর্তী নিবন্ধবড়দের প্রণোদনা প্যাকেজ বেড়ে ৪০ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধএবার বাচ্চাদের নিয়ে ক্রিকেট উৎসব