মানুষের কবি

লিপি তালুকদার | বুধবার , ২৫ মে, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

দুঃখে থেকেও দুঃসাহসিক
তুমি জাতির কবি,
প্রেম আর দ্রোহের মাঝে
আঁকি তোমার ছবি।

কবিতা গানে লেখছো
মানুষের জয়গান,
পথেমাঠের মানুষগুলো
ছিল অনন্ত প্রাণ।

বাজিয়েছ বাঁকা হাতের বাঁশরি
গেয়েছ সাম্যবাদের কথা,
চোখে আর মনে ছিল
দুখী মানুষের ব্যথা।

তাই তো তুমি দুখী মিয়া
মানুষের কবি,মানবতার ছবি,
তাই তো তুমি সকলের
প্রিয় জাতীয় কবি।

পূর্ববর্তী নিবন্ধনজরুল আমার আমিত্বকে প্রকাশ করে গেছেন নির্ভয়ে
পরবর্তী নিবন্ধস্মৃতিময় নজরুল