মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে

রোটারি ক্লাব গ্রেটার চিটাগাংয়ের সেমিনারে বক্তারা

| সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ‘ধর্ম, শান্তি, ঐক্য এবং মানবতা শীর্ষক’ এক সেমিনার ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগমের সভাপতিত্বে নগরীর ওয়েল পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের জেলা গভর্নর (২০২২-২৩) রুহেলা খান চৌধুরী। সেমিনারে মূল বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফিউচার ফাস্ট জেন্টলম্যান মো. জিয়াউদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট গভর্নর মোহাম্মদ শাহজাহান, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আজিজুল গণি চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, নির্বাচিত সভাপতি মো. আলমগীর পারভেজ, মনোনীত সভাপতি জামাল উদ্দিন সিকদার, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।

সেমিনারে অংশগ্রহণ করে বক্তারা বলেন, সবার উপরে মানুষ এবং মানবকল্যাণই হচ্ছে প্রকৃত ধর্ম। প্রধান অতিথি রুহেলা খান চৌধুরী বলেন, মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। পবিত্র রমজান মাস উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এই ধরনের সেমিনার আয়োজন অত্যন্ত সময়োপযোগী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধসরকার দেশের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে আন্তরিক