সরকার দেশের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে আন্তরিক

এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে সাংসদ ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বর্তমান সরকার দেশের জনগণের বিশেষ করে গ্রামীণ জণগোষ্ঠীর স্বাস্থ্য সেবার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। স্বাস্থ্যই সকল মানুষ সুখের মূল। মানুষের স্বাস্থ্য ভালো না থাকালে তার মন মানসিকতা ভালো থাকে না। কাজ কর্মে মন বসে না।

একথা উপলব্ধি করে সরকার জনকল্যাণে কাজ করছে। গতকাল রোববার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার প্রদত্ত নতুন এ্যাম্বুলেন্সের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

নতুন এই এ্যাম্বুলেন্স ছাড়া এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো দুটি এ্যাম্বুলেন্স রয়েছে। কিন্তু এই এ্যাম্বুলেন্স পরিচালনার জন্য চালক না থাকায় রোগীদের সমস্যায় পড়তে হয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাংসদ জানান, চালক নিয়োগের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ, ডা. মাহতাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, সাংসদের সহকারী সৈয়দ মনজুরুল আলম মঞ্জু, মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমানবকল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধজাতির মেধা বিকাশে পাঠাগারের অবদান অনস্বীকার্য