জাতির মেধা বিকাশে পাঠাগারের অবদান অনস্বীকার্য

বিশ্ব বই দিবসের অনুষ্ঠানে অতিথিবৃন্দ

| সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

সমাজ-রাষ্ট্রের পরিপূর্ণ শিক্ষার অধিকার, একটি জাতির মেধার বিকাশ ও উন্নতির মানদণ্ড পাঠাগারের অবদান অনস্বীকার্য। সুশিক্ষিত মানুষ গড়ার প্রত্যয়ে ও মানুষের মনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আপন পাঠাগার কাজ করে যাচ্ছে। গত শনিবার বিকেল ৪টায় রাউজানস্থ পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আপন পাঠাগারের আয়োজিত বিশ্ব বই দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানে আলোচকবৃন্দ উপরোক্ত কথা বলেন।

আপন পাঠাগারের পরিচালক শিক্ষক শেখর ঘোষ আপনের সভাপতিত্বে ও সাংবাদিক যীশু সেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহামুনি এংলোপালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন অ্যাডভোকেট ড. মোহাম্মদ সেলিম উদ্দিন খান।

স্বাগত বক্তব্য রাখেন টুটুন মহাজন, বক্তব্য রাখেন রনজিৎ সরকার, কৃষ্ণ প্রসাদ মহাজন, শিপ্রা দে, অর্পিতা বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে সংগীতে অংশগ্রহণ করেন তুষ্টি মহাজন, মৌমিতা বিশ্বাস ও অন্তরা দেওয়ানজী। আবৃত্তি করেন মিছিল ঘোষ প্রিন্স। যাদু প্রদর্শন করেন কুঞ্জ মহাজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার দেশের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে আন্তরিক
পরবর্তী নিবন্ধরাউজান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে নতুন করে নির্মাণ করা হবে