মাদক মামলায় দুজনের ১৫ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীর পূর্ব বাকলিয়া এলাকা থেকে ১ লাখ ৫৫ হাজার ইয়াবা উদ্ধারের একটি মামলায় দুজনকে ১৫ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় ঘোষণা করেন। আসামিরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকার ট্রাকচালক মো. আনিছ ও তার সহকারী বরিশালের কোতোয়ালী থানা এলাকার মো. কামাল হাওলাদার। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ নভেম্বর পূর্ব বাকলিয়া এলাকার একটি কনভেশন হলের সামনের সড়কে একটি ট্রাক তল্লশী করে র‌্যাব-৭ এর একটি টিম। এ সময় ট্রাকে থাকা গ্যাসের সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ৫৫ হাজার ইয়াবাসহ কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে র‌্যাব-৭ এর চাঁন্দগাও ক্যাম্পের ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলাটি করেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করলে ২০২০ সালের ১১ নভেম্বর আদালত চার্জগঠন করেন।

পূর্ববর্তী নিবন্ধবিচারের দাবিতে খেলাঘরের প্রতিবাদী সমাবেশ
পরবর্তী নিবন্ধউদ্দিন মুক্তির সর্বোত্তম পথ হচ্ছে আত্মোন্নয়ন