উদ্দিন মুক্তির সর্বোত্তম পথ হচ্ছে আত্মোন্নয়ন

দৃষ্টির সমাবর্তনে ড. সেলিম

| বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:২৬ পূর্বাহ্ণ

‘মুক্তির জন্য যুক্তি’ এই স্লোগানকে সামনে নিয়ে নগরীর একটি রেস্টুরেন্টে গত ৫ জুলাই অনুষ্ঠিত হলো দৃষ্টি স্কুল অব ডিবেটের ২৬তম ব্যাচের সমাবর্তন ও সনদ বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, চবি হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ। বিশেষ অতিথি ছিলেন সিডিএ বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী ও দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল। দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সমপাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম সমপাদক কাজী আরফাত, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, হোসাইন সামী, সাখাওয়াত হোসেন মজুমদার, আরিফুল ইসলাম আসিফ ও হাসান মাহাদী।
ড. মো. সেলিম উদ্দিন বলেন, একজন বিতার্কিক বিতর্কের মাধ্যমে যেমন তার মেধার বিকাশ ঘটায় ঠিক তেমনি শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান দিয়ে তাকে আত্মোন্নয়নের জন্য সচেষ্ট থাকতে হবে। কারণ একটা জাতির মুক্তির সর্বোত্তম পথ হচ্ছে আত্মোন্নয়ন। অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী বলেন, আমি অনেক প্রাপ্ত বয়স্ক মানুষকে দেখেছি মাইক্রোফোন নিয়ে কথা বলতে ভয় পেতে, কিন্তু আজকে এই যারা এখানে বিতর্ক করলো, তাদের কারো মধ্যে সেই ভয় দেখিনি। ছোটদের জন্য এরকম বিতর্ক প্রশিক্ষণ, ভবিষ্যত প্রজন্মকে যুক্তিবাদী করে তুলতে সাহায্য করছে। শেষে ক্রেস্ট ও সনদ বিতরনের মাধ্যমে দৃষ্টি স্কুল অব ডিবেটের ২৬ তম সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলায় দুজনের ১৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধস্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা