মাদককাণ্ডে ২৮ দিন পর মুক্ত শাহরুখ পুত্র আরিয়ান

আজাদী অনলাইন | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১:২২ অপরাহ্ণ

মাদকের মামলায় তিন সপ্তাহ কারাগারে থেকে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর আজ শনিবার (৩০ অক্টোবর) ছাড়া পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ান।

গত ২ অক্টোবর এক প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানকে ‘মাদকসহ’ গ্রেপ্তার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। এরপর হেফাজতে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর ৮ অক্টোবর তাকে পাঠানো হয় কারাগারে। বিডিনিউজ

আর্থার রোডের কারাগার থেকে সকাল ১১টার দিকে আরিয়ান বেরিয়ে আসেন বলে জানিয়েছে এনডিটিভি। কারাগার থেকে বেরিয়ে আসার সময় শাহরুখ খানের দেহরক্ষীকে তার সঙ্গে দেখা যায়। এসময় কারাগারের বাইরে ছিল শাহরুখ খানের ভক্তদের ভিড়। তা সামলাতে নিরাপত্তার কড়াকড়িও ছিল।

ছেলেকে ঘরে আনতে সকালেই মুম্বাইয়ে নিজের বাড়ি ‘মান্নাত’ থেকে শাহরুখ খান বেরিয়ে যান। সেই বাড়ির বাইরে ছিল ভক্ত-অনুরাগীদের ভিড়। তাদের হাতে ছিল ‘প্রিন্স আরিয়ান’কে বরণ করে নেওয়ার ব্যানার।

আইনজীবীদের নিয়ে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান নেন শাহরুখ; পরে আরিয়ানকে নিয়ে তিনি মান্নাতে ফেরেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। আর এতে ২৮ দিন পর ঘরে ফেরা হলো এই যুবকের।

এক লাখ রুপি মুচলেকায় আরিয়ানকে জামিন দেওয়া হয়েছে। তার জামিনদার হয়েছেন বলিউডের আরেক তারকা জুহি চাওলা।

জামিনে মুক্তি পেলেও কয়েকটি শর্ত পালন করতে হবে শাহরুখপুত্রকে। তার পাসপোর্ট জমা রাখতে হবে আদালতের কাছে। প্রত্যেক শুক্রবার এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে। অভিযুক্ত কিংবা সাক্ষীদের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তিনি। আর বিচার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে পারবেন না।

শাহরুখ খান-গৌরি খানের তিন ছেলে-মেয়ের মধ্যে আরিয়ান সবার বড়। অন্য দু’জন হলেন সুহানা খান ও আব্রাম খান।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এবি ব্যাংকের ৫০ হাজার কম্বল
পরবর্তী নিবন্ধছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৩