মাইজভাণ্ডার দরবারে ফল ফাতেহা ও মাসিক মাহফিল আজ

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

দরবারে গাউছুলআজম মাইজভান্ডারী ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর যৌথ ব্যবস্থাপনায় সাজ্জাদানশীন দরবারে গাউছুল আজম, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর সভাপতি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (.) ছদারতে ফল ফাতেহা ও মাসিক মাহফিল আজ বাদে আসর গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে বাদ মাগরিব হয়রত গাউসুল আজম মাইজভাণ্ডারীর রওজা শরীফে মিলাদ, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ মোনাজাত, বাদ এশা হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর পবিত্র রওজা পাকে আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারীর ছদারতে মিলাদ, তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ, মোনাজাত, জিয়ারতে তাওয়াফ এবং সামা মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়াসের ছাতা বিতরণ কর্মসূচি কাল
পরবর্তী নিবন্ধবৈদ্যুতিক মিটারের অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকের অস্বস্তি নিরসনে সুজনের অনুরোধ