মহেশখালীর গহীন পাহাড়ে মদের কারখানা

৩০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার দেবাঙ্গা পাড়া এলাকার গহীন পাহাড়ে মদের কারখানায় অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদ, ২ হাজার লিটার মত তৈরির মন্ড ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ ২ জন মদ তৈরীর কারিগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে দুর্গম পাহাড়ি এলাকার গভীর অরণ্যে স্থাপিত এই মদের কারখানায় অভিযান পরিচালিত হয়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, এলাকাবাসীর দেয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দেবাঙ্গা পাড়া সংলগ্ন ৯ম পৃষ্ঠার ৩য় কলাম
গভীর পাহাড়ের ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ী দেশীয় চোলাই মদ তৈরীর কারখানা স্থাপন করে তা থেকে উৎপাদিত মদ বিভিন্ন এলাকায় সাপ্লাই করে আসছে। গতকাল গহীন পাহাড়ে এক ঘণ্টা ২০ মিনিট পায়ে হেঁটে অভিযান চালিয়ে পাহাড়ি গুহায় বিশাল মদের কারখানার সন্ধান পাই। এ সময় মদ তৈরিতে নিযুক্ত দুই কারিগরকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেপ্তাররা হল দেবাঙ্গা পাড়া গ্রামের মৃত মোহাম্মদ ছিদ্দিকের পুত্র শাহাদাত উল্লাহ (২৮) ও একই গ্রামের আবুল কাশেমের পুত্র মহিম উদ্দিন (২২)। এ সময় ওই কারখানা থেকে ১০টি বড় ড্রাম ভর্তি অনুমানিক দুই হাজার লিটার মদ তৈরির মন্ড ও ৩০০ লিটার তৈরিকৃত চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানান, ওই মদের কারখানাটির প্রকৃত মালিক দেবাঙ্গা পাড়া এলাকার মোহাম্মদ ওসমানের পুত্র ফারুক। সে পলাতক রয়েছে বলে ওসি জানান।

পূর্ববর্তী নিবন্ধসমন্বিত ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান চান নগর পরিকল্পনাবিদরা
পরবর্তী নিবন্ধপটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি