মহেশখালীতে কলেজ ছাত্র হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালী কলেজে ছাত্র আরফাত উদ্দিন হত্যা মামলার পলাতক দুই আসামি পিতা-পুত্র গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা গ্রামের মৃত সফর মুল্লুকের পুত্র শাহ আলম ও তার পুত্র তৌহিদুল আলম। গতকাল শুক্রবার ভোরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের কচ্ছপিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনা এলাকায় গরু ধান খাওয়াকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর মহেশখালী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র আরফাতকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার অপর আসামিরা যেখানে থাকুক না কেন তাদের খুঁজে বের করা হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ২৯ সেপ্টেম্বর এই হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মহেশখালী কলেজে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৪ ঘণ্টা পার না হতেই দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণদের সম্মান ও মর্যাদা রক্ষায় এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধভোর রাতে ভূমিকম্প