মহেশখালীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের ভূমিহীন গৃহহীন জনগোষ্ঠীকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘর নির্মাণ করে দিচ্ছে মহেশখালী উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্র জানান, এ পর্যন্ত মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের ৪১টি ভূমিহীন গৃহহীন পরিবারকে আশ্রয়ণের আওতায় ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার শাপলাপুর ইউনিয়নে প্রকল্পের আওতায় নির্মিত ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা পরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকী। পরিদর্শনকালে নির্মিত ঘরগুলোর গুণগত মানের প্রশংসা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, শাপলাপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবার সর্বস্তরের মানুষের মিলনকেন্দ্র ও নিরাপদ ধর্মীয় আবাসস্থল
পরবর্তী নিবন্ধমুম্বাই চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘জেকে ১৯৭১’