মাইজভাণ্ডার দরবার সর্বস্তরের মানুষের মিলনকেন্দ্র ও নিরাপদ ধর্মীয় আবাসস্থল

ওরশ মাহফিলে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী

| শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

শাহ্‌সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌-হাসানীর (ক.) ১১তম ওরশ শরীফ উপলক্ষে দুই দিনব্যাপী মহা সুন্নি সম্মেলন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। মাইজভাণ্ডার দরবার শরীফে আন্‌জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে ওরশ মাহফিল ও মহা সুন্নি সম্মেলনে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্‌সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী (মা.জি.আ.)।
বুধ-বৃহস্পতিবার দুই দিনব্যাপী গৃহীত কর্মসূচিতে ছিল খতমে কুরআন, খতমে গাউছিয়া, হযরত বাবাভাণ্ডারী (ক.) ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্‌-হাসানী (ক.) ক্বেবলার রওজায় গিলাফ চড়ানো, ভক্তদের ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, যৌতুক ও মাদকের বিরুদ্ধে গণ স্বাক্ষর, হুজুর কেবলার জীবনী আলোচনা। খোশরোজ শরীফ মাহফিলের সমাপনী দিবসে সভাপতির বক্তব্যে হযরত শাহ্‌সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী বলেন, মাইজভাণ্ডার দরবার সর্বস্তরের মানুষের মিলনকেন্দ্র ও নিরাপদ ধর্মীয় আবাসস্থল। এখানে এসে ভাগ্য অন্বেষী, মুক্তি প্রত্যাশী, দুঃখ-দুর্দশায় নিমজ্জিত মানুষ মাইজভাণ্ডারী মহাত্মাদের কাছে সবিনয় আর্তি-আরজি পেশ করেন। সবাই নিজ নিয়ত ও ইচ্ছা অনুযায়ী আল্লাহর ওলীদের আধ্যাত্মিক করুণায় সিক্ত হন। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, শাহ্‌জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্‌-হাসানী, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন- আলমগীর খান, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, শাহ্‌ মোহাম্মদ ইব্রাহিম মিয়া, মাওলানা মুফতী খাজা বাকী বিল্লাহ আল আজহারী, মাওলানা আব্দুস ছাত্তার ছিদ্দিকী, মাওলানা বাকের আনছারী, মুহাম্মদ আসলাম হোসাইন, হাবিবুর রহমান পায়েল, মাওলানা এইচএম মাকসুদুর রহমান, মাওলানা হাফেজ নঈম উদ্দিন, মাওলানা হাফেজ নাজের হোসাইন, গোলাম কিবরিয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুচলেকায় ছাড়া পেল দুই দালাল
পরবর্তী নিবন্ধমহেশখালীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি