মুচলেকায় ছাড়া পেল দুই দালাল

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ভূমির নামজারি করে দেয়ার কথা বলে ৭ হাজার টাকা নেয় এক দালাল। গত বুধবার বিকেলে গণশুনানিকালে এক ভুক্তভোগী এ অভিযোগ করলে তাৎক্ষণিক টাকা ফেরতসহ মুচলেকা দিয়ে ছাড়া পান ওই দালাল। একইভাবে আরেক দালাল বিধবার কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তার কাছ থেকেও মুচলেকা নেয় সহকারী কমিশনার।
জানা যায়, সম্প্রতি নামজারি অনুমোদনের জন্য সহকারী কমিশনারের (ভূমি) কাছে আবেদন করেন উপজেলার সৈয়দপুর মৌজার মো. নিজাম উদ্দিন। গণশুনানিকালে একই এলাকার বাসিন্দা মো. আবুল কালাম নামজারি করে দেয়ার জন্য তার কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন। ঘটনাটি প্রমাণ হওয়ায় আবুল কালাম ভুল স্বীকার করে টাকা ফেরত দেন। জসিম উদ্দিন নামে অপর এক ব্যক্তিও মুচলেকা দিয়ে মুক্তি পান। তিনি দুই বছর ধরে এক বিধবার কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার চেষ্টা করছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, স্বচ্ছ ও জবাবদিহি মূলক ভূমি সেবা প্রদানে প্রশাসন তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ৭ হোটেলকে ৬৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবার সর্বস্তরের মানুষের মিলনকেন্দ্র ও নিরাপদ ধর্মীয় আবাসস্থল