বোয়ালখালীতে ৭ হোটেলকে ৬৫ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাবার তৈরি

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে বোয়ালখালীর ৭ হোটেল থেকে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে হোটেলগুলোর বেশ কিছু রান্না করা খাবার। গত বুধবার বিকেলে উপজেলা সদর, গোমদন্ডী ফুলতল ও শাকপুরা চৌমুহনী বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দন্ড দেন।
আদালত সূত্র জানায়-সরকারি নির্দেশনা উপেক্ষা করে উপজেলার বেশ কয়েকটি হোটেল দেদারছে ব্যবসা করে যাচ্ছে গোপনে প্রাপ্ত এ অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার বিকেলে অভিযানে নামেন বোয়ালখালীর ইউএনও। এ সময় তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশন এবং খাবার হোটেলের লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ ও বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় উপজেলা সদরের এন জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, গ্রীন চিলিকে ৫ হাজার টাকা, কাস্তূরী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, আবদু রশিদ হোটেলকে ১৫ হাজার টাকা, গোমদন্ডী ফুলতল এলাকার আল-আমিন হোটেলকে ১৫ হাজার টাকা এবং শাকপুরা চৌমুহনী বাজারের গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকাসহ ৭ মামলায় ৭ হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাছাড়াও এসব হোটেলগুলোর বেশ কিছু রান্না করা খাবার ধ্বংস করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে হত্যা মামলার আসামি আটক
পরবর্তী নিবন্ধমুচলেকায় ছাড়া পেল দুই দালাল