মহামুনিতে ডা. কনক কান্তি বড়ুয়া সংবর্ধিত

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

রাউজানের ঐতিহ্যবাহী মহামুনি পাহাড়তলী গ্রামে পহেলা বৈশাখ দুই দিনব্যাপী বর্ষবরণ ও ড. বেণীমাধব স্মৃতি তর্পণ এবং মহামুনি তরুণ সংঘের মুখপাত্র সম্ভবার প্রকাশনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি রণজিৎ চৌধুরী বাবলু। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংঘের অন্যতম পৃষ্ঠপোষক প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। স্বাধীনতা পুরস্কার অর্জন করায় অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, লেখক সমাজ সংগঠক স্বপন কুমার বড়ুয়া। আলোচক ছিলেন মহামুনি এ্যাংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ৯নং পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন ও সভাপতি মহামুনি সংস্কৃতি সংঘের সভাপতি বোধিমিত্র বড়ুয়া। রাজেশ মুৎসুদ্দির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সুজন প্রসাদ বড়ুয়া, রিপন বড়ুয়া।

সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন বর্তমান কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী অনিক চৌধুরী। অনুষ্ঠানসূচিতে ছিল প্রধান অতিথিকে সংবর্ধনা জ্ঞাপন, শিশু বিচিত্রা, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান বৈশাখী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ডাক দিয়ে যাই’ চট্টগ্রাম অঞ্চলের ঈদবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধটেকনাফে ইয়াবাসহ আটক ২