মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে চ্যাম্পিয়ন রামপুর একাদশ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

ইস্পাহানী মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে এবার চ্যাম্পিয়ন হয়েছে রামপুর একাদশ। এটি ছিল লিগের তেত্রিশ তম আসর। গতকাল ৪ জুলাই দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রামপুর একাদশ ১০ গোলে শিকলবাহা স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রামপুর একাদশের মোহাম্মদ রাব্বি। লিগের সর্বোচ্চ গোলদাতা হন রামপুর একাদশের মোহাম্মদ দিহান। লিগে অংশগ্রহণকারী ২৪ টি দলের মধ্যে সেরা সুশৃঙ্খল দলের পুরস্কার লাভ করে ফরিদ ফুটবল একাডেমি। কোয়ার্টার ফাইনালের চারটি দল ও সেমি ফাইনালের দুটি দল নগদ অর্থ পুরস্কার পায়। চ্যাম্পিয়ন রামপুর একাদশ এবং রানার আপ শিকলবাহা স্পোর্টস একাডেমি ট্রফি, নগদ অর্থ লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের ব্যস্ততার কারণে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শামসুল আলম। ফাইনাল খেলার শুরুতে তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী গ্রুপ অফ কোম্পানীজ এর ব্যবস্থাপনা পরিচালক মীর্জা শাকির ইস্পাহানী। যাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, ইবাদুল হক লুলু সহ সভাপতি তৈয়বুর রহমান, নির্বাহী সদস্য সেকান্দর কবির, নিয়াজ মোহাম্মদ খান, বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতিক, মিনহাজ উদ্দিন আহমেদ, ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান শামীম আজাদ খোকন, ফরিদ আহমদ, আবদুল্লাহ আল মামুন যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ, মাহবুবুল আলম ভূঁইয়া মুকুল, জহির উদ্দিন, ফুটবল কমিটির সদস্য নাসির উদ্দিন, হ্যান্ডবল কমিটির মনোরঞ্জন সাহা, শরীর গঠন সম্পাদক মনোতোষ ঘোষ ক্রিকেট কমিটির সদস্য আব্দুল গফুর পন্টি, সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, ইয়াসিন আরাফাত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি নিয়ে কি বার্তা দিলেন তামিম
পরবর্তী নিবন্ধদ্বিতীয় টি-২০ তে হার বাংলাদেশের