দ্বিতীয় টি-২০ তে হার বাংলাদেশের

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্ট হারের পর টিটোয়েন্টি ম্যাচেও হার মেনেছে বাংলাদেশ। ডমিনিকার উইন্ডসর পার্কে তিন ম্যাচ টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৫ রানে হেরে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে একটু হোঁচট খেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রানের সংগ্রহ পায় তারা। আর ওই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান করতে পারে মাহমুদউল্লাহরা। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওবেদ ম্যাকাইয়ের টানা দুই বলে সাজঘরে ফেরত যান দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক বিজয়। এর কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহও। নিকোলাস পুরানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরতে হয় আফিফকে। ৫ চার ও ৩ ছক্কায় ৫২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন সাকিব। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উইন্ডিজ কাইল মেয়ার্স দারুন শুরু করেন। তাসকিন আহমেদের প্রথম ওভার থেকে আসে ১৪ রান। কিন্তু ৯ বলে ১৫ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হন মেয়ার্স। এরপর দলকে দ্রুতই দ্বিতীয় সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ব্রেন্ডন কিংকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন রভম্যান পাওয়েল।

সাকিবকে এক ওভারে ৪ বাউন্ডারি হাঁকানো এই ব্যাটার শেষ অবধি অপরাজিত থেকে ২ চার ও ৬ ছক্কায় করেন ২৮ বলে ৬১ রান। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন শরিফুল। এক উইকেট করে পেয়েছেন মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও সাকিব আল হাসান।

পূর্ববর্তী নিবন্ধমহানগরী পাইওনিয়র ফুটবল লিগে চ্যাম্পিয়ন রামপুর একাদশ
পরবর্তী নিবন্ধসিজেকেএস দ্বিতীয় বিভাগ হ্যান্ডবল লিগের উদ্বোধন