মর্যাদাপূর্ণ উদ্ভাবনী প্রতিযোগিতায় চট্টগ্রামের দুই তরুণ

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১০:০৯ পূর্বাহ্ণ

দ্যা অ্যামেরিকান সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন প্রতিবছরের মতো এবারো মর্যাদাপূর্ণ জনস্বাস্থ্য বিষয়ক এএসটিএমএইচ উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে বিশ্বের সকল দেশের সাথে লড়াই করে ফ্যালকন একাডেমি অফ সায়েন্সেস-এর সদস্য ৭ জন বাংলাদেশী স্বপ্নবাজ তরুণ-তরুণীর দল প্রতিযোগিতার ৫ ফাইনালিস্ট দলের একটি হিসেবে জায়গা করে নিয়েছে। এই দলের সদস্যরা হলেন- জনস হপকিন্স ইউনিভার্সিটির কাজী আহনাফ সাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফিজ বাশার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে অংকন দে অনিমেষ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে রাবেয়া বিনতে আলী, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আহনাফ ইলমান, ঢাকার নটরডেম কলেজ থেকে তালহা জুবায়ের ও আবরার জাহিন তুষার। এই দল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এএসটিএমএইচ বার্ষিক সভা-২০২২ এ রাপিড-পিচ সেশনে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী ধারণাগুলো উপস্থাপন করবে।
উল্লেখ্য, এটি পৃথিবীর জনস্বাস্থ্য পাবলিক হেলথ বিষয়ক প্রতিযোগিতাগুলোর মধ্যে সবথেকে সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে গণ্য করা হয়। দলের অংকন দে এবং তালহা জুবায়ের চট্টগ্রামের সন্তান। এর মাঝে অংকন দে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজের পর বর্তমানে চুয়েটে অধ্যয়নরত। এর আগেও বাংলাদেশের জন্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে নিয়ে এসেছে সম্মানজনক পুরষ্কারতার পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। অন্যদিকে, তালহা জুবায়ের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল শেষে বর্তমানে ঢাকার নটরডেম কলেজে অধ্যয়নরত। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধবুধবার থেকে ৩ দিনব্যাপী ওয়ার্ড পর্যায়ে কোভিড টিকা
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভাকে অনুসরণ করবে অন্যান্য পৌরসভা