বুধবার থেকে ৩ দিনব্যাপী ওয়ার্ড পর্যায়ে কোভিড টিকা

কার্যক্রম বাস্তবায়নে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সভা

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১০:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ২৮ সেপ্টেম্বর হতে ওয়ার্ড পর্যায়ে ০৩ দিনব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় পর্যায়ে আয়োজিত এ সভা প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। উপস্থিত ছিলেন জোনাল মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন প্রমুখ।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, পূর্বের তুলনায় বর্তমানে কোভিড আক্রান্তের হার নিম্নমুখী হওয়ায় স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে আমাদের মধ্যে শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে, যা কাম্য নয়। তিনি আরো বলেন, কোভিড ভ্যাকসিনেশনের কারনে আমরা নিরাপদ রয়েছি। কিন্তু কিছু কিছু বস্তি এলাকায় কোভিড-১৯ টিকা গ্রহণ করেনি এমনও অনেক লোক রয়েছে। তাদেরকে খুঁজে বের করে টিকার আওতায় আনতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে যে সফলতা অর্জন করেছে তা অব্যাহত রেখে আসন্ন ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সকল জোনাল মেডিকেল অফিসারগণকে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের আহবান জানান।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২৮ শে সেপ্টেম্বর থেকে ০৩ দিনব্যাপী ওয়ার্ড পর্যায়ে কোভিড ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হবে। উক্ত ক্যাম্পেইন চলাকালীন সময়ে ১৮ বছর বা তদুর্ধ ব্যক্তিদের ১ম, ২য় ও ৩য় ডোজ সিনোভ্যাক টিকা দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪ স্থানে আবার ৮ সেতু!
পরবর্তী নিবন্ধমর্যাদাপূর্ণ উদ্ভাবনী প্রতিযোগিতায় চট্টগ্রামের দুই তরুণ