মমতার বার্ষিক সম্মিলন

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৪৫ পূর্বাহ্ণ

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতার বার্ষিক সম্মিলন শুক্রবার নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠান ও পণ্য প্রদর্শনীর স্টল উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্‌।

মমতার কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জোসেফের সভাপতিত্বে সম্মিলনে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। মমতার প্রধান নির্বাহী একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফের অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল কাদের, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গোলাম মো. আজম, এমআরএএর নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা। জাতীয় সংগীত, পবিত্র ধর্মগ্রন্থ সমূহ পাঠের মাধ্যমে সম্মিলনের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে মমতার সকল কার্যক্রমের উপর আলোকপাত করে সূচনা বক্তব্য করেন পরিচালক তৌহিদ আহমেদ।

সম্মিলনে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্‌ কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপপ্রধান নির্বাহী মো. ফারুক। বক্তব্য রাখেন সাবেক সাংসদ সাবিহা মুসা, চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন ডা. হাফিজুল ইসলাম, মিফতা নাঈম হুদা, আশফাক আহমেদ, জেসমিন সুলতানা পারু, মোস্তফা কামাল যাত্রা, মোহাম্মদ শাহারিয়ার, স্বপ্না তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী নির্যাতনের বিরুদ্ধে ইমামদের সোচ্চার হতে হবে
পরবর্তী নিবন্ধব্র্যাক ব্যাংকে নারী দিবস উদযাপন