নারী নির্যাতনের বিরুদ্ধে ইমামদের সোচ্চার হতে হবে

ইফার বিভাগীয় ইমাম সম্মেলনে বক্তারা

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৪৪ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসানের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগের আওতাধীন ১১টি জেলা হতে আগত ৩ জন করে শ্রেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা মুহাম্মদ রফিক উদ্দীন।

প্রধান অতিথি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ দূরীকরণে বর্তমান সরকারের পদক্ষেপ বিশ্বে মডেল হয়ে থাকবে। দেশের দুর্নীতি অনাচার, যৌতুক, নারী নির্যাতনের বিরুদ্ধে দেশের মসজিদের ইমামদের সোচ্চার হতে হবে। ইমামগণ সমাজের সর্বশ্রেণীর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তাদেরকে যথাযথ কাজে লাগালেই সমাজ থেকে যাবতীয় অপকর্ম দূর করা অনেকটা সহজ হবে। ফিল্ড সুপারভাইজার মো. জয়নাল আবেদিনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, সহকারী পরিচালক মো. ইউসুফ মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর সহকারীপরিচালক মুহাম্মদ এনায়েত হোসাইন।

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় তিন জন শ্রেষ্ঠ ইমাম বাছাই করা হয়। শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবসম্পদ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে
পরবর্তী নিবন্ধমমতার বার্ষিক সম্মিলন