মনের মাঝে

হামীম রায়হান | বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

পরের ভালো করার মাঝে
সুখ আছে, সুখ আছে,
দেখো গোলাপ কেমন করে
পরের আনন্দে বাঁচে।
নিজের জন্য ভাবার পরে
উঁকি দিও পরের ঘরে,
পরের জন্য করলে কিছু
দেখবে কেমন প্রাণ নাচে।
নদী যেমন দু’কূলে দেয়
ছোঁয়া নরম জল,
ফুল, ফসলে হেসে উঠে
এই ধরণী তল,
ফুলে, ফলে তেমনি ভরাও,
যাবে কেটে দুখের খরাও,
মনের মাঝে ফোটাও তবে
স্নিগ্ধ, শীতল কমল।

পূর্ববর্তী নিবন্ধচড়ুই হল বন্ধু
পরবর্তী নিবন্ধলাল সবুজের দেশ