মনসুরাবাদে সংবাদকর্মীর ওপর হামলা, প্রধান আসামি কারাগারে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিংয়ের মনসুরাবাদে বেসরকারি একটি টিভি চ্যানেলের ক্যামেরাপারসনের ওপর হামলা মামলার প্রধান আসামি মো. সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত।

গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে আসামি মো. সাদ্দাম হোসেন আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। বাদীর আইনজীবী জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালতসূত্র জানায়, গত ২১ এপ্রিল আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে চ্যানেল ২৪ এর ক্যামেরাপারসন সেলিম উল্লাহ হামলার শিকার হয়। এ ঘটনায় তিনি ডবলমুরিং থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধপরকীয়ায় জন্ম নেওয়া সন্তানকে শ্বাসরোধে হত্যা টয়লেট থেকে লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধফুলকিতে ছোটদের বৈশাখী মেলা