ভোটে জালিয়াতির ঘটনায় এই পদক্ষেপ : মিয়ানমার সেনাবাহিনী

| মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

গত বছরের সাধারণ নির্বাচনে করা জালিয়াতির প্রতিক্রিয়ায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের আটক করাছে বলে জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। গতকাল সোমবার সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। সামরিক বাহিনী পরিচালিত টেলিভিশনে সমপ্রচারিত এক ভিডিও ভাষণে বলা হয়, সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এর আগে দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে সেনাবাহিনী। গত বছর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে মিয়ানমারের বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর এসব ঘটনা ঘটল। খবর বিডিনিউজের।
৪টি বিষয়কে গুরুত্ব দিচ্ছে সেনাবাহিনী : সামরিক বাহিনী থেকে জারি করা এক বিবৃতিতে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে বিবিসি মিয়ানমারের সংবাদদাতা জানিয়েছেন। এগুলো হল: (১) নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং নিয়মানুযায়ী ভোটার তালিকা তদন্ত এবং পর্যালোচনা করা হবে। (২) কোভিড-১৯ এর বিরুদ্ধে সামরিক সরকার যুদ্ধ চালিয়ে যাবে এবং মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করা হবে। (৩) দেশজুড়ে যুদ্ধবিরতি প্রক্রিয়া বন্ধ করতে কাজ করে যাবে সেনাবাহিনী। (৪) জরুরি অবস্থা শেষে একটি সাধারণ নির্বাচন আয়োজন করবে সেনাবাহিনী।

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় হোটেলে হামলায় নিহত ৯
পরবর্তী নিবন্ধখাবার নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার হিড়িক