ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো বিকল্প ছিল না

মাহবুবুল আলম | শনিবার , ৭ মে, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, আমি একটা কথা সব সময় বলি, তেলের বাজারে সাপ্লাইচেইন ঠিক রাখতে হবে। কারণ সরকার যদি আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় না করে, তাহলে আমদানি কমে যাবে। কারণ কেউ তো আর লোকসান দিয়ে ব্যবসা করতে চাইবেন না। এখন যেহেতু দাম সমন্বয় হয়েছে, এখন ব্যবসায়ীরা আমদানিতে আরো বেশি উৎসাহিত হবেন। এছাড়া এখন ডলারের দামও বেড়ে গেছে। ডলারের দাম বেড়ে যাওয়া মানে আমদানি ব্যয় বেড়ে যাওয়া। চট্টগ্রামের বৃহৎতম পাইকারি আড়ত খাতুনগঞ্জে কিছুদিন আগে তেলের দোকানে সরকারের ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে, আমরাও চাই কেউ যেন সরকার নির্ধারিত দামের অতিরিক্ত দামে তেল বিক্রি না করে। ইতোমধ্যে আমরা তেল ব্যবসায়ীদের সেই নির্দেশনা দিয়েছি। ব্যবসায় স্বচ্ছতা থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধব্রোকাররা ডিও স্লিপ বিক্রির মাধ্যমে তেলের বাজার ওঠানামা করান
পরবর্তী নিবন্ধমিথ্যাচার আর গুজব রটানোই বিএনপির রাজনীতি