ভেদাভেদ নাই

সোহেল বীর | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

পুঁটি বলে, আমি বড়
টেংরা বলে- আমি,
শিং মাছটা বললো, জানি
কে যে কেমন দামী!

ইঁলিশ বলে, আমি রাজা-
না পাওয়া যায় খুঁজে যাকে,
তাইতো এখন পড়ছে ধরা
জাটকা ঝাঁকে ঝাঁকে।

খল্‌সে বলে, স্বাদের রাণী
রাজা এখন কৈ,
বোয়াল মাছটা ভাবে বসে-
নিজের দামটা কই!

বেলে মাছটা সহজ সরল
বললো, শোন ভাই-
এই জগতে সবাই সমান
নাই ভেদাভেদ তাই!

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ১৬৭ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা বাছাই কার্যক্রম সম্পন্ন
পরবর্তী নিবন্ধমায়ের কাছে মায়ের পাশে