ভূমিকম্পে ভয় নয় প্রয়োজন সতর্কতা

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:১৭ পূর্বাহ্ণ

ঘন ঘন ভূমিকম্পের ঝাঁকুনিতে লক্ষ লক্ষ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিলো। ভূমিকম্প একটি বিশেষ ধরনের পরিস্থিতি, যা পূর্বাভাস ছাড়াই সংঘটিত হয় যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করে। বাংলাদেশে বার বার মৃদু ভূমিকম্প হলো বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ। এতে বড় ধরনের মানবিক বিপর্যয় হতে পারে। বিশ্বে ভূমিকম্পের মতো মারাত্মক একটি বিষয়কে হালকাভাবে নেয়ার সুযোগ নেই এবং এ জন্য নানামুখী সতর্কতা অবলম্বন দরকার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা একটি প্রধান পন্থা। অন্যদিকে, বনাঞ্চল এবং পাহাড় কাটার মধ্য দিয়ে প্রাকৃতিক বিপর্যয়কে অনিবার্য করা হচ্ছে। একথা সত্য যে, ভূমিকম্পের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ঝড় বন্যার পূর্বাভাস দেওয়া গেলেও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানের প্রযুক্তি এখনও মানুষের আয়ত্তের বাইরে। কিন্তু আত্মরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করে ক্ষয়ক্ষতি অনেকটা কমানো যায়। তাই বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষাকল্পে মাঠ পর্যায়ে যথোপযুক্ত সতর্কতামূলক পদক্ষেপ ও পদ্ধতি গ্রহণ করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।
– এম.এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী : কীর্তিমান দেশব্রতী
পরবর্তী নিবন্ধকৃতজ্ঞতাবোধ