ভালো কাজে মন্দের বাধা দুঃখজনক

মোহাম্মদ ওয়াহিদ মিরাজ | বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:২৩ পূর্বাহ্ণ

সরকারিবেসরকারি কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামের উন্নয়ন কাজ করার জন্য সামান্য সুযোগ পাওয়ায় তা আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করছি। এতে আমার মাধ্যমে এলাকার রাস্তাঘাটধর্মীয় প্রতিষ্ঠানসহ ইত্যাদির উন্নয়নও বেশ ভালো ভাবেই হচ্ছে। তবে এমন সুযোগ সকলে পায় না, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক থাকা তথা তাদের বিশ্বস্তরাই এমন কাজ করতে সক্ষম হয়। খুবই দুঃখজনক হলেও সত্যি যে, এলাকার কিছু ‘জনপ্রতিনিধি নামের কলঙ্ক ব্যক্তিত্ব’ আমার এমন কাজকে বাঁকা চোখে দেখে বিভিন্ন ভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তা বাধাগ্রস্ত করার আপ্রাণ চেষ্টা করছেন। এর কারণ অনুসন্ধানে বুঝতে পেরেছি যে, এলাকাবাসী আমার কাজের পরিধি তথা আন্তরিকতা ভালোভাবে গ্রহণ করছেন। দায়িত্বে অবহেলা ও নির্বাচনের সময়ে দেয়া প্রতিশ্রুতি বরখেলাপের অভিযোগ করে তাদের সমালোচনা করছেন এবং মাঝে মধ্যে তাদের কথার মারপ্যাঁচে ফেলে নাজেহালও করছেন। এতে তাদের পুনঃ নির্বাচিত হওয়ার সম্ভাবনা অথবা অর্জিত ক্ষমতা বা মানসম্মান হ্রাস পাচ্ছে। তাই এরা আমি নির্বাচন করবো কিনা তা নিয়ে আতঙ্কে থাকায় আমাকে ভদ্র ভাষায় এ পথ হতে সরে আসার জন্য ভয় দেখানোর পাশাপাশি আমার নামে মিথ্যা সমালোচনা করছেন, তবে এরা কোনো রকমেই সফল হচ্ছেন না।’ খুব ক্ষোভের সঙ্গে উল্লিখিত কথাগুলো সাদা মনের এক সাংবাদিক নেতা এক নিঃশ্বাসে আমাকে বলছিলেন। এ তো একটি উদাহরণ মাত্র। এমন অপকর্মের কথা আমাদের সমাজে অহরহ শোনা যাচ্ছে।

কেউ ভালো কাজ করলে তা সমর্থন করে তাকে উৎসাহিত করার মতো লোক বর্তমান সমাজে তেমন নেই বলেলই চলে। এদের কারণে ‘ভিলেজ পলিটিক্স’ এর শিকার হয়ে এমন অনেক প্রতিভাবান ব্যক্তিত্ব রাগে বা অভিমানে চুপ থাকায় এলাকার উন্নয়ন কিছুটা হলেও বন্ধ বা থমকে থাকে। এলাকায় গ্রুপিং এর কারণে উন্নয়ন কাজ করার জন্য বরাদ্দকৃত অর্থ বাতিল করার খবরও মাঝে মধ্যে শোনা যায়। যিনি এলাকার উন্নয়নে প্রাণপণে কাজ করেন তাকে এমন মন্দ ব্যক্তি কর্তৃক নিজের স্বার্থ রক্ষায় বিভিন্নভাবে নাজেহালও করা হয়। অথচ এলাকা বা এলাকাবাসীকে প্রকৃত ভালোবাসলে এলাকার উন্নয়নই সকলের কাছে মূখ্য কাজ হওয়া প্রয়োজন। এছাড়া এলাকার উন্নয়নে বাস্তবে মনোনিবেশ করলে জনপ্রিয়তার বিষয়ে সন্দেহ থাকার কথাও নয়। ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এমন মূলমন্ত্রকে সামনে রেখে যার মাধ্যমেই হোক এলাকার উন্নয়ন তো হচ্ছে আমাদের এমন মনমানসিকতা নিয়ে ভালো কাজসমূহ গ্রহণ করা প্রয়োজন। তবেই আমাদের প্রিয় এলাকা তথা দেশ উন্নয়নে বহুদূর এগিয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী গ্রামে পরিবেশ দূষণ ‘পুকুর ভরাট’ একমাত্র কারণ
পরবর্তী নিবন্ধমায়ের আদরই আমাকে বাঁচিয়ে রেখেছে