ভারতের সেরামে অগ্নিকাণ্ড মৃত্যু ৫ জনের

টিকা তৈরি ও মজুদের জায়গাটি নিরাপদ আছে

আজাদী ডেস্ক | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ১০:১০ পূর্বাহ্ণ

ভারতের যে কোম্পানিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা উৎপাদান হচ্ছে, সেই সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এই আগুন লাগার ঘটনায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছিল যা নিয়ে, সেই টিকা তৈরি ও মজুত করার জায়গাটি নিরাপদেই আছে বলে আশ্বস্ত করেছেন পুনের পুলিশ কমিশনার। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পুনেতে সেরাম ইনস্টিউটের একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইঞ্জিন তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। সেরাম ইনস্টিউটের সিইও আদর পূনাওয়ালা বলেছেন, করোনাভাইরাসের টিকা উৎপাদনে এ অগ্নিকাণ্ডের কোনো প্রভাব পড়বে না। মহারাষ্ট্রের পুনের মঞ্জরী এলাকায় একশ একরের বেশি জায়গা জুড়ে গড়ে তোলা সেরাম ইনস্টিউট অব ইন্ডিয়া পুরো বিশ্বেই টিকা উৎপাদনকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান। বিবিসি জানায়, সিরামের টিকা উৎপাদনের এখন যেটি মূল কারখানা সেখান আগুন লাগার স্থলটি অবশ্য বেশ খানিকটা দূরে, কয়েক মিনিটের ড্রাইভ।এই কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ের চতুর্থ ও পঞ্চম তলাতেই আগুন লাগে। সিরামের টিকা উৎপাদনের ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যেই এই নতুন উৎপাদন কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছিল। আনন্দবাজার পত্রিকা লিখেছে, নির্মীয়মাণ বাড়িটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। আগুনে যে ৫ জনের মৃত্যু হয়েছে তারা ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন বলেই প্রাথমিক অনুমান। রয়টার্স লিখেছে, অঙফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকার ৫ কোটি ডোজ সেখানে প্রতি মাসে উৎপাদন করা হচ্ছে, যার দিকে তাকিয়ে আছে নিম্ন ও মধ্যম আয়ের বহু দেশ। বাংলাদেশ সেরাম ইনস্টিউটের কাছ থেকেই তিন কোটি ডোজ টিকা কিনেছে, যার প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছানোর কথা।
ভারত সরকার উপহার হিসেবে বৃহস্পতিবার যে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে, তাও সেরাম ইনস্টিউটেরই টিকা। তার আগে এক টুইটে তিনি বলেন, করোনাভাইরাসের টিকা উৎপাদনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না, কারণ এ ধরনের পরিস্থিতির জন্য একাধিক ভবন সেখানে রিজার্ভ রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকত টাকা বেতন ও কি কি সুবিধা পাবেন জো বাইডেন?
পরবর্তী নিবন্ধ‘মুসলমান নিষেধাজ্ঞা’ তুলে দেওয়ার নির্দেশে বাইডেনের সই