ভর্তি পরীক্ষা উপলক্ষে লুটতরাজ বন্ধ করা হোক

| শনিবার , ২০ মে, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলমান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার স্বপ্নবাজ পরীক্ষার্থীরা উপস্থিত হচ্ছে নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই ক্যাম্পাসে। আগত পরীক্ষার্থীদের স্বপ্ন এবং আবেগ কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু লোক বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে তৎপর। বাসাবাড়ির মালিক, রিক্সা চালক, সিএনজি চালক, হোটেল মালিক এবং চায়ের দোকানীরা লুঠতরাজে লিপ্ত।

উল্লেখ্য যে, ৩০ টাকার রিক্সা ভাড়া এক রাতের ব্যবধানে ৫০ টাকা বাড়িয়েছে, ৫ টাকার সিএনজি বাড়া ১০ টাকা, ১ কাপ চা ৮ টাকা থেকে ১২ টাকা এছাড়াও বিরিয়ানি ২০০ টাকা সহ বিভিন্ন খাবারের মূল্য বৃদ্ধি করা হয়েছে। অধিকাংশ পরীক্ষার্থী না জানার কারণে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় তাদের ফাঁদে পা দিচ্ছে। প্রদান করছে অতিরিক্ত টাকা। এমতাবস্থায়, এই অসাধুচক্রের লুঠতরাজ থেকে আগত পরীক্ষার্থীদের রক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আতিকুর রহমান

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধক্রিস্টোফার কলম্বাস : দুঃসাহসী নাবিক ও ঔপনিবেশিক
পরবর্তী নিবন্ধমিতব্যয়ী হওয়ার অভ্যাস এবং রেশন কার্ড প্রসঙ্গ