ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে ৫ মাসের আটকাদেশ

ঋণ খেলাপি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

প্রাইম ব্যাংক লিমিটেড ভাটিয়ারী শাখার ১০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের মামলায় সীতাকুণ্ডের মেসার্স এস এম ট্রেডিংয়ের মালিক মো. নিজাম উদ্দিন ও তার স্ত্রী পারভীন আকতারকে ৫ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। গতকাল অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ব্যবসায়ী দম্পতিকে দেওয়ানী আটকাদেশ দিয়েছেন বিচারক।

আদালত সূত্র জানায়, ব্যাংকের পক্ষ থেকে ঋণ আদায়ের লক্ষ্যে ২০১৯ সালে এস এম ট্রেডিংয়ের মালিক মো. নিজাম উদ্দিন ও তার স্ত্রী পারভীন আকতারের বিরুদ্ধে অর্থঋণ মামলাটি দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম স্কুলে প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধআমাদের পরিবেশ রক্ষা করতে হবে আমাদেরকেই