আমাদের পরিবেশ রক্ষা করতে হবে আমাদেরকেই

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ইউএসটিসিতে সেমিনার

| বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসির) উদ্যোগে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে সেমিনার গত ২০ নভেম্বর সেমিনার হলে প্রফেসর ড. গুরুপদ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক মো. জাফর আলম।

তিনি জলবায়ু পরিবর্তনের কুফল সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ যে একটি বদ্বীপ, এর উপর আগামী বছরগুলোতে কিভাবে জলবায়ু পরিবর্তন ভয়ংকরভাবে কাজ করবে, সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি সবাইকে পরিবেশ রক্ষার আহবান জানিয়ে বলেন, আমাদের পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। তিনি তরুণদেরকে জলবায়ু পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে কিভাবে ভবিষ্যতের বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি উপস্থিত সবাইকে পরিবেশ রক্ষার আহবান জানান।

উপস্থিত ছিলেন ড. সৈয়দ আলী ফজল, সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া, ডা. শুভ্র প্রকাশ দত্ত এবং ইউএসটিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে ৫ মাসের আটকাদেশ
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা