ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শিশুশ্রম বন্ধে এগিয়ে আসতে হবে

তারুণ্যের প্রতীকের ভার্চুয়াল সভায় বক্তারা

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

‘মুজিববর্ষের আহ্বান, শিশু শ্রমের অবসান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের প্রতীকের উদ্যোগে ভার্চুয়াল আলেচনা সভা সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্‌ খান সাকিবের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম তাওসীফের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ইন্ডিয়া নয়াদিল্লী দ্যা পলিসি টাইমস্‌ প্রতিষ্ঠাতা পরিচালক আকরাম হক। স্বাগত বক্তব্য রাখেন কামরুল হোসাইন, তানমুন তাকসির। এতে আরো অংশগ্রহণ করেন সহ-সভাপতি ফজলে এলাহী, সম্পাদক মন্ডলীর সদস্য সাইমুন ইসলাম, মাসফিকা মাহবুব, নজমুল হক, নীলয় ভট্টচার্য্য, আবু সাঈদ আলভী, শহিদুল্লাহ্‌ কাউছার, তাওসীন ইসলাম, আফরিন ইতি প্রমুখ। সভায় প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মদ আবুল হোসাইন বলেন, শিশুশ্রম বিশ্বব্যাপী একটি মারাত্মক সমস্যা। বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশগুলোসহ বিশ্বের অনুন্নত ও স্বল্পোন্নত দেশগুলোতে এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে একদিকে শিশুরা যেমন ঝুঁকির মধ্যে পড়ছে, অন্যদিকে যথাযথ শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এ কাজের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের মানবিক দিক বিবেচনা করে শিশুশ্রম বন্ধ করতে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘাটফরহাদবেগ পূজামণ্ডপের ভিত্তি স্থাপন
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু