বোধনের জাগাও প্রাণের সুপ্ত শক্তি

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার রাতে আবৃত্তি আয়োজন ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৪৩ তম পর্ব সরাসরি সমপ্রচারিত হয়েছে। অনুষ্ঠানে তৈয়বা জহির আরশি পরিবেশন করেন কবি ও কবিতা -সেলিনা শেলী, আতার বিচি ুরবীন্দ্রনাথ ঠাকুর, কাকটা -চন্দন চৌধুরী, বীরপুরুষের মা- মল্লিকা সেনগুপ্ত, দাদু ভাই ুবিদ্যুৎ কুমার দাশ, বিনোদপুরের যুদ্ধে -ফারুক নওয়াজ এবং রক্ষা করো সিআরবি- লুৎফর রহমান রিটন।
শান্তনু বড়ুয়া পরিবেশন করেন যাবার দিন রবীন্দ্রনাথ ঠাকুর, পৃথক পাহাড় – হেলাল হাফিজ, দীর্ঘ বিচ্ছেদের পর- মহাদেব সাহা, এসো নতুন আলোর শহরে – শুভ বড়ুয়া , সিআরবি- গোরফান উদ্দীন টিটু এবং নীল শাড়ি – সানন্ড্যান্স আমি।
জয়শ্রী মজুমদার জয়া পরিবেশন করেন বিচূর্ণতার গান- রিমঝিম আহমেদ, মহিষাসুর মরে না- শুভ দাশগুপ্ত, মহাদেশ- শ্রীজাত বন্দোপাধ্যায়, খতিয়ান-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, আমি মেয়ে-সংগৃহীত এবং সাত রাস্তার ফুসফুসে-প্রণব কুমার চৌধুরী। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী মিসবাহিল মোকার রাবিন পরিবেশন করেন পৃথিবী, রবীন্দ্রনাথ ঠাকুর, শৃঙ্খলা-বিশৃঙ্খলা – সলিল চৌধুরী, অন্ধকার- জীবনানন্দ দাশ, মানুষের মানচিত্র-১২ ুরুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্‌, ফেরা – আহমেদ শিপলু, তুই কি আমার বন্ধু হবি – নাহিদা আক্তার ঝর্ণা এবং ভুল ছিলো সব ু প্রদ্যোত রায়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন বোধনের সহ-সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী। সঞ্চালনা করেন পিউ সরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ মঞ্চ সুয়াবিল শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
পরবর্তী নিবন্ধসাংবাদিক অরুণ দাশগুপ্ত স্মরণে সাহিত্য সন্ধ্যা