সাংবাদিক অরুণ দাশগুপ্ত স্মরণে সাহিত্য সন্ধ্যা

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত স্মরণে ‘সাহিত্যের আনন্দ ভোজে চির অজর’ শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ১৩ সেপ্টেম্বর রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিয়তি রায় বর্মন, পশ্চিমবঙ্গের নৃপেন চক্রবর্তী, গল্পাকার মাসুম আহমদ রানা, সাংবাদিক সুজিত কুমার দাশ, শিক্ষক বাবুল কান্তি দাশ, বিজয় শংকর চৌধুরী, লুপর্ণা মূৎসূদ্দী, সঙ্গীতা চৌধুরী, আবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী, কবি আসিফ ইকবাল, এম মঞ্জুর আলম, সুমন চৌধুরী, সাফাত বিন সানাউল্লাহ, শিবু দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শুদ্ধ চেতনার অভিন্ন সত্তা প্রাজ্ঞ পুরুষ অরুণ দাশগুপ্ত। আলোকিত সমাজ বিনির্মানের লক্ষ্যে শিক্ষকতা ব্রত দিয়ে পথচলা শুরু করেন স্থিতধী, ধীশক্তিসম্পন্ন এই ব্যক্তিত্ব। পরবর্তীতে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরতে যুক্ত হন সাংবাদিকতা ও লেখালেখিতে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোধনের জাগাও প্রাণের সুপ্ত শক্তি
পরবর্তী নিবন্ধটেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩