বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধা বিষয়ক ইউসিবির সচেতনতা সভা

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

আরটিজিএস ব্যবস্থার মাধ্যমে বৈদেশিক মুদ্রায় আভ্যন্তরীণ লেনদেনের উপযোগিতা এবং সুবিধাসমূহ সম্পর্কে ব্যাংকের গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তাদেরকে সচেতন করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) নেতৃত্বে এক সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক একেএম কামরুজ্জামান। বাংলাদেশ ব্যাংক থেকে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. হাসিনুল ইসলাম।

ব্যাংকটির পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, এছাড়া ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান, ট্রেড ফিন্যান্সের প্রধান, আঞ্চলিক অপারেশন্স হেড, আরটিজিএস ম্যানেজারসহ ব্যাংকের কয়েকটি শাখাপ্রধানগণ, শাখার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংক থেকে আগত গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বরণ ও বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধইউনিভার্সিটি সেইন্স ইসলাম পরিদর্শনে আইআইইউসি প্রতিনিধিবৃন্দ